Stock Market Journal

শিল্পের মূলধন সংগ্রহে পুঁজিবাজার সবচেয়ে সুবিধাজনক

সব বিচারেই শিল্পে মূলধন সংগহের ক্ষেত্রে পুঁজিবাজার সবচেয়ে সুবিধাজনক। এখান থেকে টাকা উত্তোলন করে দীর্ঘমেয়াদে তা ধরে রাখা যায়। কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে সেটি করা যায় না। তারপরও দেখা যায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রতি শিল্প-উদ্যোক্তাদের ঝোঁক বেশি। আমরা মনে করি এর জন্য ব্যবস্থাপনাগত দুর্বলতা দায়ী। এ কারণে অনেককে ব্যাংক ঋণকে প্রাধান্য দিয়ে থাকেন।

বিশ্বের উন্নত দেশগুলোর পুঁজিবাজারের দিকে তাকালে দেখা যাবে সেখানে তারা একটি কার্যকর ব্যবস্থাপনা দাঁড় করিয়েছে। যে কারণে তাদের পুঁজিবাজার দ্রুত বিকাশ লাভ করেছে। আবার আমাদের দেশে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে কিছু কিছু কোম্পানি অনিয়ম করছে। এতে কোম্পানিগুলোরে শেয়ারে যারা বিনিয়োগ করবেন, তারা পড়ছেন দোটানায়। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে আস্থার সংকট। এই ধরনের পরিস্থিতি দেশের পুঁজিবাজারের জন্য খুবই হতাশাজনক। এই কারণে আমরা বলতে চাই, পুঁজিবাজার এবং কোম্পানিগুলোর মধ্যে স্বচ্ছ সম্পর্ক তৈরি হোক। কোনো কোম্পানি আইপিওতে আসার আগে, সেটিকে ভালো করে বাছাই করা হোক এবং সব ধরনের শর্ত পূরণের বিষয়ে নজরদারিক জোরদার করা হোক। তা হলে কোম্পানি এবং বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজার নিয়ে ভীতি সৃষ্টি হবে না।