করোনাভাইরাস পরিস্থিতি খেটেখাওয়া মানুষকে শাঁখের করাতে ফেলেছে। একদিকে অনিরাপদ জীবন, অন্যদিকে কর্মহীনতায় সৃষ্টি হওয়া আর্থিক সংকট। এই অবস্থা টেনে নেয়া আসলেই অসম্ভ। আবার মানুষকে ঘরে রাখার বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মানুষ ঘরে থাকলে নিরাপদ থাকবেন। এটি সবাইকে নিরাপদ রাখবে। এই কারণেই তারা যেন ঘরে থাকতে পারেন সেটি খেয়াল রাখা অতি জরুরি।
সবদিক বিবেচনায় সামনে চলে আসে মানুষকে সহায়তা করার বিষয়টি। যারা সমাজে একটু ভালো অবস্থায় রয়েছেন, তারা যেন এগিয়ে আসেন, সহযোগিতা করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের পাশে দঁড়ানো প্রয়োজন।
আরো একটি বিষয় এ সময় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সরকারের দেয়া সাহায্য যাতে মানুষের কাছে পৌঁছে, সেটি নিশ্চিত করা। অনেক দুর্বৃত্ত রয়েছে যারা মানুষের হক হাতিয়ে নেয়। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তাদের কারণে সত্যিকারে ক্ষতিগ্রস্ত মানুষ সরকারের সহায়তা থেকে বঞ্চিত হয়। সরকারের পাশাপাশি সামাজিকভাবেও দুর্বৃত্তদের প্রতিরোধ করা প্রয়োজন। আমরা আশা করি এই সংকট চিরকাল থাতবে না। মানুষ মুক্তি পাবেই। সেই পর্যন্ত মানুষের পাশে থাকাটা খুবই দরকার।