Stock Market Journal

লোকসানে শেয়ার ছেড়ে বের হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়

অর্থনীতির সঙ্গে অঙ্গঅঙ্গিভাবে জড়িত পুঁজিবাজার। যখনই অর্থনীতিতে কোনো ধরনের অস্থিরতা বা মন্দাবস্থা সৃষ্টি হয়, তখন পুঁজিবাজারে তার প্রভাব পড়াটা স্বাভাবিক। তবে এমন পরিস্থিতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করতে হবে বিনিয়োগকারীদের। অস্থিরতা বা মন্দা সব সময় থাকবে না। এটি কেটে যাবে। এই অবস্থায় লোকসানে শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে না।

আমরা বিভিন্ন সময় বলেছি, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করতে আসবেন, তাদের সময় ও ধৈর্য থাকতে হবে না। কারণ পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা। এখানে দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। এছাড়া যে কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হবে, সেটি খুব ভালো করে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা দরকার।  কোম্পানিটির অতীত বর্তমান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপরও কিছুটা ঝুঁকি থাকতেই পারে। সেটি মোকাবেলা করার জন্য বিনিয়োগকারীদের চৌকস হওয়া প্রয়োজন। না হলে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। একই সঙ্গে মন্দা বাজারে বিনিয়োগ কৌশল আর চাঙ্গা বাজারে বিনিয়োগ কৌশল এক রকম হবে না। এসব বোঝার জন্যই সচেতনতা অনেক জরুরি।