Stock Market Journal

লোকসানে থাকলেও নগদ লভ্যাংশ দিতে পারবে কোম্পানিগুলো

এসএমজে রিপোর্ট
পুঁঞ্জিভূত লোকসানে থাকলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের সংশ্লিষ্ট বছরের অর্জিত আয় থেকে লগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) দিতে পারবে। গত বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির তথ্যমতে, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও বিতরণ সংক্রান্ত একটি নোটিফিকেশন ২০১৮ সালের ২০ জুনে প্রকাশ করে এবং পরবর্তীতে বোনাস শেয়ার সংক্রান্ত আরো একটি নোটিফিকেশন চলতি বছরের ২৩ মে প্রকাশ করে।
ওই বিষয়ে বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে অধিকতর স্পষ্ট করার প্রয়োজনে নগদ লভ্যাংশ সংক্রান্ত কমিশনের ব্যাখ্যায় এই তথ্য জানিয়েছে বিএসইসি।
ব্যাখ্যায় বলা হয়েছে, ‘অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহ পুঞ্জিভূত লোকসান বিদ্যমান থাকা সত্তেবও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা থেকে নগদ লভ্যাংশ সুপারিশ, ঘোষণা ও বিতরণ করতে পারবে।
এসএমজে/২৪/এমএইচ