পুঁজিবাজার অস্থির থাকলে কতিপয় সুযোগসন্ধানী মাথাচাড়া দিয়ে ওঠে। এ সময় অনাঙ্খাতি অনেক ঘটনা ঘটে। এতে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি বাজারও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্ধ থাকা কিংবা লোকসানি কোম্পানির শেয়ার কারসাজির মাধ্যমে অতিমূল্যায়িত করে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দেওয়ার তৎতপরতা চালা অশুভ চক্র।
অনেক সময় দেখা যায়, উৎপাদনে নেই, বন্ধ রয়েছে, আর্থিক প্রতিবেদনে লোকসান দেখানো হয়েছে এমন ধরনের কোম্পানির শেয়ার দর বাড়ছে। এই দর বাড়ার পেছনে কোনো না কোনোভাবে কারসাজিচক্র সক্রিয় থাকে। চক্রটি অনিয়মের কলকাঠি নেড়ে ওইসব দুর্বল কোম্পানির শেয়ার দর অতিমূল্যায়িত করে। তারপর এসব শেয়ার সাধারণ বিনিয়োগকাদের কাছে হস্তান্তর করে টাকা হাতিয়ে নিয়ে চক্রটি সটকে পড়ে। এরপর সঙ্গত কারণেই শেয়ারগুলো দরপতনের শিকার হয়। তখন ক্ষতির মধ্যে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। এই ধরনের প্রবণতা যখন কাজ করে তখন পুঁজিবাজারের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন বিনিয়োগকারীরা। এতে বাজারের ভাবমূর্তিও নষ্ট হয়। তাই কোনোভাবেই এই ধরনের অবস্থা সৃষ্টি হওয়া কাম্য নয়।