দেশের পুঁজিবাজারে অপেক্ষাকৃত ভালো কোম্পানির শেয়ারের যখন লেনদেনই হচ্ছে না, তখন বন্ধ ও লোকসানি কোম্পানির শেয়ারদর হু হু করে বাড়ছে।
গত দুই সপ্তাহে অন্তত ১০ কোম্পানির শেয়ারদর ২৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত দর বেড়েছে। স্বল্প সময়ে উল্লেখযোগ্য হারে দর বৃদ্ধি পাওয়া বেশির ভাগ কোম্পানির ব্যবসা কার্যক্রম বন্ধ বা লোকসানে ধুঁকছে।
চলতি ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে সর্বোচ্চ ৬৫ শতাংশ দর বেড়েছে অলিম্পিক এক্সেসরিজের। গত নভেম্বর শেষে এর দর ছিল সাড়ে ১১ টাকা। গত বৃহস্পতিবার যা ১৯ টাকা ৪০ পয়সায় উঠেছে। নভেম্বরের শুরুতেও শেয়ারটি ফ্লোর প্রাইস ৯ টাকা ৯০ পয়সায় পড়ে ছিল। তখন এর ক্রেতাও ছিল না। অথচ গত বৃহস্পতিবার এর ১ কোটি ৬৪ লাখ শেয়ার ৩০ কোটি টাকার বেশি মূল্যে কেনাবেচা হয়েছে। গত চার বছর ধরে কোম্পানিটি লোকসান করছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) লোকসানের তথ্য দিয়েছে। এখনও শেয়ারটি ‘বি’ ক্যাটেগরি হিসেবে কেনাবেচা হলেও বিএসইসির এক আদেশে আগামী ফেব্রুয়ারি শেষে ‘জেড’ ক্যাটেগরিতে অবনমন হতে পারে।
এভাবে লোকসানি কোম্পানির দর বাড়ায় প্রশ্ন দেখে দিয়েছে এ ধরনের কোম্পানির এত দর বাড়ছে কেনো?