এসএমজে ডেস্ক:
পোশাক ব্র্যান্ড লুবনানের বিরুদ্ধে জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত বিক্রি পর্যায়ে ভ্যাট, বাড়িভাড়াসহ বিভিন্নভাবে সাড়ে চার কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। লুবনানের তিনটি ব্র্যান্ড রিচম্যান অ্যাপারেলস, ইনফিনিটি মেগা মল ও লুবনান এথনিক উইয়ার এবং রাজধানীর বড় বড় শপিং মলসহ সারা দেশে প্রতিষ্ঠানটির ১০৮টি বিপণিকেন্দ্রে ভ্যাট বা মূসক ফাঁকির এমন তথ্য উঠে এসেছে ভ্যাট গোয়েন্দাদের এক তদন্তে ।
সারা দেশে প্রতিষ্ঠানটির ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইতিমধ্যে লুবনানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।
ভ্যাট গোয়েন্দাদের তদন্ত অনুসারে, ওই চার বছরে বিক্রিত অর্থের প্রতিষ্ঠানটি ৩৯ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৫৬৭ টাকা ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির ভ্যাট দেওয়ার কথা ছিল ৪১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৪২৮ টাকা। এই ফাঁকি দেওয়া ভ্যাটের ওপর ৯৫ লাখ ২০ হাজার ৯২৯ টাকা সুদ আরোপ হবে।
এসএমজে/২৪/মি