Stock Market Journal

লুটেরাদের রাজনৈতিক সুরক্ষা দেওয়ায় পুঁজিবাজারের সর্বনাশ হয়েছে

একটি দেশের রাজনীতি হচ্ছে মূল শক্তি। এখান থেকে অর্থনীতিসহ সব কিছু পরিচালিত হয়। রাজনীতি ঠিক থাকলে দেশ ও সমাজ তার সুফল ভোগ করে। আর রাজনীতি যদি দুর্বৃত্তদের সুরাক্ষা দেয় তা হলে দেশের বারোটা বাজে। এটি সর্বকালে সর্ব যুগেই দেখা গেছে।

বিগত সরকারের আমলে শেয়ারবাজার থেকে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে শ্বেতপত্র প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, প্রতারণা, কারসাজিসহ প্লেসমেন্ট শেয়ার এবং আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবে জালিয়াতির মাধ্যমে শেয়ারবাজার থেকে এই টাকা আত্মসাৎ করা হয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে সম্প্রতি প্রধান উপদেষ্টার চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারবাজারে প্রভাবশালী উদ্যোক্তা গোষ্ঠী, ইস্যু ম্যানেজার, নিরীক্ষক ও বিনিয়োগকারীদের মধ্যে কারসাজির একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। বাজারের মধ্যস্থতাকারী দেউলিয়া হয়েছে, তাদের ইক্যুইটি ৩০ হাজার কোটি টাকা নেতিবাচক হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে এসব ক্ষেত্রে সুরক্ষা দিয়েছে রাজনীতি। যদি তাই ঘটে থাকে তা হলে পুঁজিবাজারের ভয়াবহ সর্বনাশ হয়ে গেছে। যা খুবই অন্যায়। এই অন্যায় যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এভাবে যারা বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছে, তাদেরকে ছাড় দেওয়ার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না  সংশ্লিষ্টদের। দেশের মানুষের এত বড় ক্ষতি কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।