এসএমজে ডেস্ক:
শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের পূর্বঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো:- ন্যাশনাল টি, আরামিট লিমিটেড, তিতাস গ্যাস, শমরিতা হাসপাতাল এবং গোল্ডেন হারভেস্ট।
আজ ২৮ জানুয়ারি কোম্পানিগুলোর পূর্বঘোষিত নগদ লভ্যাংশ সকল শেয়ারহোল্ডাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
নিচে লভ্যাংশের তথ্য দেয়া:
| কোম্পানির নাম | লভ্যাংশের পরিমান | 
| ন্যাশনাল টি | ২২ শতাংশ নগদ | 
| আরামিট লিমিটেড | ৫০ শতাংশ নগদ | 
| তিতাস গ্যাস | ২৬ শতাংশ নগদ | 
| শমরিতা হাসপাতাল | ১০ শতাংশ নগদ | 
| গোল্ডেন হারভেস্ট | ৭ শতাংশ নগদ | 
এসএসজে/২৪/রা