Stock Market Journal

লভ্যাংশ বিতরণ করেছে ডরিন পাওয়ার

এসএমজে ডেস্ক:

শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

কোম্পানির পূর্বঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সকল শেয়ারহোল্ডারের বিও অ্যাকাউন্টে এবং নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কসের (বিইএফটিএন) মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

তবে যেসকল শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে ডরিন পাওয়ার ১৩ শতাংশ বোনাস শেয়ার এবং ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা