Stock Market Journal

লভ্যাংশ দিতে পারে না অথচ শেয়ারের দাম বাড়ছে হুহু করে

কারসাজির কারণে কিছু কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। আর দাম বাড়তে দেখে ওই সব শেয়ারে প্রলুব্ধ হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

কারসাজির সাম্প্রতিক উদাহরণ সোনারগাঁও টেক্সটাইল। মাত্র তিন মাসে কোম্পানিটির ৩২ টাকার শেয়ারের দাম বেড়ে হয়েছে প্রায় ৬৮ টাকা। কোম্পানিটি ২০১৯ সালের পর শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

এ বছর লভ্যাংশ দিতে না পারলে এটি ‘জেড’ শ্রেণিভুক্ত হবে। তা সত্ত্বেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমনকি এ মূল্যবৃদ্ধির কোনো কারণ দেখছে না কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরাও। তাঁরা বলছেন, অল্প সময়ের ব্যবধানে শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ার মতো কোনো মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানির হাতে নেই। কোম্পানি সূত্রে জানা গেছে, এখনো কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না। তারপরও এ শেয়ারের দর বাড়াটা কারসাজি ছাড়া কিছু না, এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার যদি স্বাভাবিক রাখতে হয় তা হলে কারসাজি দূর করতে হবে। আবার বিনিয়োগকারীদের এ বিষয়ে যথেষ্ট সতর্ক হওয়া দরকার। কারণ বারবার পুঁজি হারিয়ে শেয়ার ব্যবসা করাটা যুক্তিসঙ্গত নয়। পুঁজি যাতে অকারণে না হারায় সেই দিকে চেষ্টা থাকতে হবে বিনিয়োগকারীদের।