Stock Market Journal

লভ্যাংশ দিতে না পারা কোম্পানির শেয়ার দর বাড়ায় হতাশ বিনিয়োগকারীরা

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারছে না, অথচ কোম্পানির শেয়ার দর বাড়ছে হু হু করে। এ ধরনের চিত্র প্রায়ই দেখা যায় দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এমন বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ‘পচা’ শেয়ার বা বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারা কয়েকটি প্রতিষ্ঠান। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ‘জেড’ গ্রুপের। এর মধ্যে শীর্ষ তিনটি স্থানই জেডের দখলে রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারায় জেড গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলো দাপট দেখানোর সপ্তাহে সব থেকে বড় দাপট দেখিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ২০২০ সালের পর থেকে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে না পারা এই কোম্পানিটি গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে আগ্রহের শীর্ষে চলে আসে।

এতে একদিকে কোম্পানিটির শেয়ারের ক্রেতা বেড়ে যায়, অন্যদিকে শেয়ার বিক্রির চাপ কমে যায়। ফলে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে। এমনকি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটিও দখল করেছে এই প্রতিষ্ঠানটি।

এ ধরনের বাজার চিত্রে বিনিয়োগকারীরা হতাশ হন। তাদের আস্থা নষ্ট হয়।