Stock Market Journal

লভ্যাংশ ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার ঘোষণা দিয়েছে। গতকাল ২৪ মার্চ, মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় উক্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা এবং এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগামী ১৮ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।

এসএমজে/২৪/বা