Stock Market Journal

লভ্যাংশ ঘোষণা করেছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স

এসএমজে ডেস্ক:

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে।

গত ১০ ফেব্রুয়ারি, সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এবং এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ মার্চ।

উক্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩৯ পয়সা। এবং কোম্পানির শেয়ার প্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৬ টাকায়।

উল্লেখ্য, লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটির শেয়ারের লেনদেনে আজ সার্কিট ব্রেকার থাকবে না।

এসএমজে/২৪/বা