Stock Market Journal

লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট

এসএমজে ডেস্ক:

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে । এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল ১০ জানুয়ারি, রোববার ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৮ টাকা ৩০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬ টাকা ৭৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পত্তি দাড়িয়েছে ৬৬ টাকা ৭৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬৮ টাকা ৫১ পয়সা

লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং রেকর্ড ডেট ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা