পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে কোম্পানিটির ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নগদ লভ্যাংশ অনুমোদন হয়।
সরেজমিনে জানা যায়, পূর্বঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারী ও পরিচালকদের সম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়। সেই সঙ্গে বিদায়ী অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন হয়।
আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল। গত বছরের তুলনায় লভ্যাংশের পরিমাণ কমে যাওয়ায় কিছুটা অসন্তোষ থাকলেও লভ্যাংশের ধারা অব্যাহত থাকায় আশাবাদী বিনিয়োগকারীরা।
এসএমজে/২৪/ঝি