Stock Market Journal

রোববার সর্ব্বোচ্চ হাতবদল হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ সেপ্টেম্বর রোববার সর্বোচ্চ শেয়ার হাতবদল হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক লিমিটেড। এ কোম্পানির মোট ৬ লাখ ১৩ হাজার ২৯৬টি শেয়ার ৪ হাজার ৪৯৫ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ১১ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকয় দ্বিতীয় স্টাইল ক্রাফট লিমিটেড। কোম্পানিটির ৯২ হাজার ৩১৭ টি শেয়ার মোট ৩ হাজার ৮৮৪ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ৭ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার। কোম্পানিটির ৮২ হাজার ৭৯৯টি শেয়ার মোট ৩ হাজার ৭৩৩ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ১২ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৩ হাজার ১৫১ বার, ন্যাশনাল টিউবস ৩ হাজার ৮ বার, সোনারবাংলা ইন্স্যুরেন্স ২ হাজার ৭৩২ বার, লিগ্যাসি ফুটওয়ার ২ হাজার ৩৮৭ বার, ওয়াটা কেমিক্যাল ২ হাজার ১৫৮ বার, ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ লিমিটেড ১ হাজার ৮০৭ বার, স্টান্ডার্ড সিরামিক ১ হাজার ৭৬৭ বার, জেএসআই সিরিঞ্জ ১ হাজার ৭২৬ বার, ফরচুন সুজ ১ হাজার ৬৩৬ বার, প্রভাতী ইন্স্যুরেন্স ১ হাজার ৫৮৭ বার, ন্যাশনাল পলিমার ১ হাজার ৪৫৬ বার, ইস্টার্ন ইন্স্যুরেন্স ১ হাজার ২৬৭ বার, ভিএসএফ থ্রেড ডাইং ১ হাজার ১৯২ বার, র্নদার্ন জুট মেনুফ্যাকচার ১ হাজার ১৭৭ বার, ইস্টার্ন ক্যাবলস ১ হাজার ১৭৭ বার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১ হাজার ১৭২ বার, এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের শেয়ার ১ হাজার ১৬৬ বার হাতবদল হয়।
এসএমজে/২৪/মি