Stock Market Journal

যেনতেনভাবে সূচক বাড়াটাই পুঁজিবাজারের লক্ষ্য হওয়া উচিত নয়

বর্তমানে পুঁজিবাজারের অবস্থা ঊর্ধ্বমুখী। সূচক বাড়ছে তরতর করে। লেনদেনও এক-দেড় বছর আগের তুলনায় ভালো। তবে লেনদেন আরও বেশি হওয়া দরকার। কারণ আমাদের অর্থনীতির আকার বেড়েছে। এর সঙ্গে তাল রেখেই পুঁজিবাজারের পরিসর বৃদ্ধি হওয়া উচিত। তবে যেনতেনভাবে সূচক বাড়াটা কোনোমতেই কাম্য হতে পারে না।

সূচক বৃদ্ধি মানে বাজারের ভালো অবস্থা ইঙ্গিত করে। এখন দেখা দরকার আসলেই বাজার ভালো কিনা। এর সবগুলো লক্ষণ স্পষ্ট কিনা। বাজারে কোনো ধরনের গুজব, কারসাজি রয়েছে কিনা। যেসব কোম্পানির শেয়ার দর বাড়ছে, সেগুলোর পেছনে কী ধরনের কারণ রয়েছে, এটিও স্পষ্ট হওয়া প্রয়োজন। কারসাজির মাধ্যমে যে শেয়ারের দর বাড়ে, সেটি স্থায়ী হবে না। শেয়ার দর কমার ক্ষেত্রেও একই কথা খাটে।

আরও যে বিষয়টি ভাবনায় থাকা দরকার, সেটি হচ্ছে বাজারের ন্যায্যতা। কতটটা ন্যায্যতার ভিত্তিতে বাজার চলছে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়টি যদি প্রতিষ্ঠা করা যায় তা হলে পুঁজিবাজারে ঝুঁকি কমে আসে, উন্নতি হয়। এ কারণেই সব সময় দেখা দরকার, একটি বাজার সঠিক উপায়ে চলতে থাকলে সূচক বাড়া কমার বিষয়টি মুখ্য নয়; মুখ্য হচ্ছে বাজারের সঠিক চিত্রের প্রকাশ ঘটা।