এসএমজে ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
জানা গেছে, হ্যাকারেরা কোভিড -১৯ ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টো কয়েনের দাবি করে মোদির অ্যাকাউন্ট থেকে টুইট করেন। পরে অবশ্য ওই টুইট মুছে ফেলা হয়।
বিটকয়েন সম্পর্কিত একাধিক টুইটে হ্যাকারেরা লেখে, “আমি আপনাদের সবাইকে পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড ফর কোভিড-১৯ ফান্ডে উদারভাবে অনুদানের আবেদন করছি।” ক্রিপ্টো কারেন্সি দিয়ে অনুদান দেওয়ার কথা বলে হ্যাকারেরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইটের সঙ্গে যুক্ত এই টুইটার অ্যাকাউন্টটির ফলোয়ার আড়াই লাখেরও বেশি।
এসএমজে/২৪/রা