এসএমজে ডেস্কঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে আগামী ৫ এপ্রিল ২০২০(রবিবার)। কোম্পানিটির শেয়ার গত ২৩ ও ২৪ মার্চ স্পট মার্কেটে লেনদেন হয়।
এ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ এবং২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।
কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা দরে লেনদন হয়। মূল্য সংশোধনী রেশিও অনুসারে কোম্পানিটির শেয়ার আগামী ৫ এপ্রিল ৯৩ পয়সা কমে ৩৫ টাকা ৩৭ পয়সায় শুরু হতে পারে। সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি