Stock Market Journal

মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে তিন কোম্পানির শেয়ার

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৩ কোম্পানি আগামীকাল ২৩ মে (রোববার) মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসবে। কোম্পানি তিনটি হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইসলামি ব্যাংক ও আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড।

উল্লেখ্য, কোম্পানিদুটির শেয়ার গত ১৮ ও ১৯ মে স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ ২০ মে (বৃহস্পতিবার)কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

এসএমজে/২৪/মি