Stock Market Journal

মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড আগামীকাল ১৮ মে (মঙ্গণবার) মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে।

উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার গত ১২ ও ১৬ মে স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ ১৭ মে (সোমবার)কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে।সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

এসএমজে/২৪/মি