Stock Market Journal

মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানি আগামীকাল (১৯ নভেম্বর) মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে।

কোম্পানিগুলো হল- ভিএফএস থ্রেড ডাইং, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ অটোকারস, আজিজ পাইপস, নিউ লাইন ক্লথিংস, ন্যাশনাল ফিড মিল, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, দেশ গার্মেন্টস, শ্যামপুর সুগার মিলস, খুলনা পাওয়ার কোম্পানি, এপেক্স ফুডস, প্যারামাউন্ট টেক্সটাইল, আনলিমায়ার্ণ ডাইং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, জিপিএইচ ইস্পাত, ন্যাশনাল টি কোম্পানি, দ্যা পেনিনসুলা চিটাগাং, তিতাস গ্যাস, নাভানা সিএনজি এবং আফতাব অটোমোবাইলস।

উল্লেখ্য, কোম্পানিগুলোর শেয়ার গত ১৬ থেকে ১৭ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন হয়।সূত্র: ঢাকা স্টক এক্সেচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি