Stock Market Journal

মূল্য সংশোধন হয়ে গ্রামীণফোন লেনদেনে আসছে কাল

এসএমজে ডেস্ক

পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলি যোগাযোগ খাতের গ্রামীণফোন মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি। গত ১৩ ও ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।

গ্রামীণফোন ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ২৬২ টাকা। মূল্য সংশোধনী রেশিও অনুসারে কোম্পানিটির শেয়ারের দর আগামীকাল প্রায় ১৪ টাকা কমে ২৪৮ টাকায় শুরু হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এই তথ্য রেশিও অনুসারে দেওয়া হয়েছে। এর ওপর ভিত্তি করে শেয়ার দর প্রভাবিত হওয়ার সুযোগ নেই। এমন কিছু ঘটলে পত্রিকা কর্তৃপক্ষের কোনো দায় থাকবে না। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/বা