এসএমজে ডেস্ক:
কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) । কোম্পানি তিনটি হলো: অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।
জানা যায়, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোন সংবেদনশীল তথ্য আছে কীনা-তা জানতে চেয়ে কোম্পানিগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ার দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই।
রেকর্ড ডেটের পর ৯ কার্য দিবসে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা।
এদিকে, মাত্র ৩ কার্যদিবসে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা।
অপরদিকে, ৬ কার্যদিবসে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৬৩ টাকা ৬০ পয়সা।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/বা