Stock Market Journal

মূলধন বেড়েছে পৌনে ২ হাজার কোটি টাকা: বিনিয়োগকারীদের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা থাকবে

তিনদিন উত্থান আর একদিন সূচক পতনের মাধ্যমে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে ১ হাজার ৭৬২ কোটি টাকা।

সরকারি ছুটির কারণে গত বুধবার (৫ অক্টোবর) লেনদেন বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে মোট চার কর্মদিবস লেনদেন হয়েছে। এ চার দিনের মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবস উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে। এরপরের দিন সোমবার সূচক পতন হয়েছে। তবে তারপর দুই কর্মদিবসে উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে।

ওই সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৪টির, আর অপরিবর্তিত ছিল ১৯২টির।

দাম কমার তুলনায় লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ থেকে বাজারে ফের লেনদেন চালু হচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে ভালো কিছুর জন্য প্রত্যাশা থাকবে।