বর্তমান পুঁজিবাজারের যে অবস্থা, বিনিয়োগকারীরা বাজার ছেড়ে যেতে পারলেই যেন বাঁচেন। কারণ বাজার কোনো ধরনের ব্যাখ্যার মধ্যে পড়ছে না। দিন যত যাচ্ছে বাজারের অবস্থা ততই রহস্যময় হয়ে উঠছে। কী হচ্ছে, কী হবে? এনিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কেবলই রহস্যময় ঠেকছে বাজার। এই সময় ভালো-মন্দ নির্বিচারে সব ধরনের শেয়ার দরপতন হচ্ছে।
পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছু মাত্রায় ঝুঁকি সব সময়ই থাকতে পারে। এমনকি ভালো শেয়ারেরও দর কমতে পারে। সেটি ব্যতিক্রম হিসেবেই ধরা হয় এবং উপযুক্ত কারণ থাকে। স্বাভাবিকতা হচ্ছে ভালো শেয়ারে বিনিয়োগ লাভজনক হবে। কারণ কোম্পানির অবস্থা সুসংহত, ব্যবস্থাপনা ও পরিচালনার মান ভালো থাকলে সেই কো্ম্পনির শেয়ারে ঝুঁকি কম থাকবে। কিন্তু বর্তমান বাজারে দেখা যাচ্ছে মুড়ি-মুড়কির একই দাম। টানা দরপতনের শিকার হচ্ছে অনেক ভালো কোম্পানির শেয়ারও। এটি বাজারের প্রতি সীমাহীন আস্থাহীনতারই ফল। এই অনাস্থা কাটানোর জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন ঝিম মেরে বসে আছে। এটি পুঁজিবাজারের জন্য ভালো খবর নয়। বিনিয়োগকারীদের মতো আমাদেরও প্রত্যাশা- এ বিষয়ে সংশ্লিষ্টদের কান সজাগ হোক। লাখ-লাখ পরিবারের আর্তনাদের প্রতি সুবিচার করা হোক।