স্পোর্টস ডেস্ক:
তৃতীয় দিনটা যেন বাংলাদেশের জন্যই। মুশফিক আর মুমিনুলের অসাধারণ ব্যাটিং জুটিতে দিনটা ভালো শুরু করে বাংলাদেশ। ১৩২ রান করে মুমিনুল ফিরলেও দাঁড়িয়ে পড়েন মিস্টার ডিপেন্ডেবল। করেছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।
এদিন আরেকটি রেকর্ড গড়েলেন মুশফিক। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। দ্বিতীয় স্থানে আছেন ওপেনার তামিম ইকবাল। ৩৮৬২ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মুশফিকের ডাবল সেঞ্চুরির পর ৬ উইকেটে ৫৬০ রান করে ডিক্লায়ারের ঘোষণা দেন অধিনায়ক মুমিনুল। তখন বাংলাদেশের লিড ছিল ২৯৫ রান।
তারপর ব্যাটিংয়ে নেমেই বড় হোঁচট খায় জিম্বাবুয়ে। নাইমের প্রথম বল ডট দিলেও দ্বিতীয় বলে আউট হয় পিএস মাসভাউরা। ব্যাটিংয়ে নামেন ডোনাল্ড তিরিপানো। পরের বলেই শিকার হলেন তিরিপানো। নাইমের ভেলকিতে কটবিহাইন্ডে কাটা পরেন তিরিপানো।
অবশেষে টেইলরের সাথে কাসুজা ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন। দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ২ উিইকেটের বিনিময়ে ৯ রান।
বাংলাদেশ প্রথম ইনিংস:
মোট রানঃ- ৫৬০/৬ (ডি.) ওভারঃ-১৫৪
তামিম ইকবাল ৪১, সাইফ হাসান ৮, নাজমুল হাসান শান্ত ৭১, মুমিনুল হক ১৩২, মুশফিকুর রহিম ২০৩*, মোঃ মিঠুন ১৭, লিটন দাস ৫৩, তাইজুল ইসলাম ১৪*।