Stock Market Journal

মুভমেন্ট পাশ হিসাবে অনুমতি চায় বিএমবিএ

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সহ পুঁজিবাজারের সংশ্লিষ্ট সকলের অফিস আইডিকে মুভমেন্ট পাশ হিসেবে ব্যবহার করার অনুমতি চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবরে বুধবার (১৪ এপ্রিল) এ বিষয়ে একটি আবেদন জমা দেয় বিএমবিএ।

আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ব্যাংকের মত লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ক্যাপিটাল মার্কেটের কার্যক্রম চালু থাকবে। এই কারণে কাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে ডিএসই, সিএসই, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক সহপুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে।

এতে আরও বলা হয়েছে, ক্যাপিটাল মার্কেটের সকল অফিস, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংস্থাকে চলাচল করা ও অফিসে উপস্থিত হওয়া লাগবে। তাই সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে অফিস আইডিকে মুভমেন্ট পাশ হিসেবে ব্যবহারের করার অনুমতি দেয়ার অনুরোধ করা হলো।
এসএমজে/২৪/রা