Stock Market Journal

মুনাফা নয় এখন প্রয়োজন মানবিকতা

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে যে বিপর্য দেখা দিয়েছে এ সময় মানুষের পাশে দাঁড়ানোই বড় কর্তব্য। বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় যেখানে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, সেখানে মুনফা নয় মানবিকতাই বড় হওয়া প্রয়োজন। অতীতেও দেখা গেছে মানুষের বিপদে এদেশে অনেক মানুষ ঝাপিয়ে পড়েছেন। আবার এক শ্রেণির মানুষ বিপদকে পুঁজি করে মুনাফা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। তারা দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে আরো বেশি বিপদগ্রস্ত করেন। এটি একটি খারাপ নজির। এর বিরুদ্ধে দেশবাসীর সর্তক হওয়া প্রয়োজন। পাশাপাশি ওই ব্যবসায়ীদের বোঝা উচিত মানুষ বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে তারা ব্যবসা করতে পারবেন। তাই এখন মুনাফা নয় মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

বিশ্ববাসীর মতো বাংলাদেশের মানুষ এখন খুবই মানবিক বিপর্যয়ের কাল পার করছে। অনেক মানুষের ঘরে খাবার নেই, চিকিৎসা পাওয়ার সমার্থ নেই। তাদের কথা বিশেষভাবে ভাবা দরকার। সহযোগিতার জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সবাই মিলে একযোগের কাজ করতে পারলে এই বিপদ একদিন কেটে যাবে।