Stock Market Journal

মার্জিন ঋণ সুবিধা পাবে না তিন কোম্পানির শেয়ার

এসএমজে ডেস্ক:

শেয়ার লেনদেনে মার্জিন ঋণ সুবিধা পাবেন না পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হল- প্রকৌশল খাতের  এপোলো ইস্পাত, ওষুধ ও রসায়ন খাতের লিব্রা ইনফিউশন এবং টেলি যোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

আগামী ৩০ কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনে মার্জিন ঋণের সুবিধা না থাকায় শেয়ারের লেনদেন করতে হবে বিনিয়োগকারীদের নগদ টাকায়।

এপোলো ইস্পাত ও লিব্রা ইনফিউশন ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় কোম্পানি দুটি জেড ক্যাটাগরির অন্তর্গত হবে।

এদিকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশের ঘোষণা দিয়েছিল। গত ২৬ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে এই লভ্যাংশটি চূড়ান্ত অনুমোদন হয়। এর আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এবছর কোম্পানিটি ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা