Stock Market Journal

মার্জিন ঋণে নতুন নির্দেশনা বিএসইসির

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চেন্ট ব্যাংকের জন্য মার্জিন ঋণ প্রদানের নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

গত সোমবার (২১ সেপ্টেম্বর) আগের নির্দেশনার ধারাবাহিকতায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতউলইসলাম সাক্ষরিত এই আদেশ জারি করা হয়েছে। এই আদেশ আগামি অক্টোবর থেকে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিএসইএক্স সূচক হাজারের নিচে থাকাকালীন মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ : হারে মার্জিন ঋণ দিতে পারবে। অর্থাৎ গ্রাহকের নিজস্ব টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে। এছাড়া ৪০০১৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে :.৭৫ হারে, ৫০০১৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে :.৫০ হারে এবং ৬০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে :.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার :.৫০ এবং সবক্ষেত্রে এই একই। অর্থাৎ গ্রাহকের নিজস্ব টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা মার্জিন ঋণ দেওয়া যায়।

এসএমজে২৪/কা