Stock Market Journal

মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের তথ্য চাওয়া গঠনমূলক পদক্ষেপ

পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের তথ্য চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত তিন মাসে মার্চেন্ট ব্যাংকগুলোর কত টাকা (কেনা দামে) বিনিয়োগ ছিল, তা জানাতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলো ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছরে কতগুলো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পুঁজিবাজারে এনেছে, তাও জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিএসইসির একটি চিঠি সব মার্চেন্ট ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। গণমাধ্যমের খবর থেকে বিষয়টি জানা যায়।

পুঁজিবাজারে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তির লক্ষ্যে মার্চেন্ট ব্যাংককে নিবন্ধন দিয়ে থাকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার) রুলস অনুযায়ী, মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রতিবছরে ন্যূনতম একটি আইপিও ইস্যু জমা দেওয়ার বিধান রয়েছে। তবে অনেক মার্চেন্ট ব্যাংক লাইসেন্স নিলেও নিষ্ক্রিয় থাকে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বিএসইসি। নিঃসন্দেহে এই পদক্ষেপ পুঁজিবাজারের জন্য গঠনমূলক। যদি পুঁজিবাজারের উন্নতি করতে হয়, তা হলে সংশ্লিষ্ট সব সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। তাই বিএসইসির এই পদক্ষেপ অবশ্যই সাধুবাদ পেতে পারে। একই সঙ্গে পুঁজিবাজারে জড়িত সব প্রতিষ্ঠানকেও এ বিষয়ে আন্তরিক হওয়া প্রয়োজন।