Stock Market Journal

মন্দায় আতঙ্কিত না হয়ে বুঝে-শুনে বিনিয়োগ করুন

পুঁজিবাজারে মন্দা শব্দটি খুবই পরিচিত বিষয়। তাই বিনিয়োগকারী ভাইদের বলবো, মন্দায় আতঙ্কিত না হয়ে বুঝে-শুনে বিনিয়োগ করুন। বিভিন্ন কারণে পুঁজিবাজারে মন্দা দেখা দিতে পারে। এটি অস্বাভাবিক নয়। দেশে ও বিদেশে অর্থনীতি গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মন্দাও কেটে যায়। গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির পর সাম্প্রতিক রুশ-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক অর্থনীতেতে প্রভাব ফেলছে। এই পরিস্থিতির কারণে আমাদের দেশের পুঁজিবাজারে এক ধরনের মন্দা চলছে। এটি চিরকালীন বিষয় নয়। বাস্তবতা বদলে গেলে এর পরিবর্তন হবে। তাই এর জন্য পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে।

পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ। সুতরায় এই মন্থর বাজারে কীভাবে বিনিয়োগ করতে হবে, সেটি জানা থাকা প্রয়োজন। তারপর সে অনুযায়ী বিনিয়োগে অগ্রসর হতে হবে। তা হলে ক্ষতি এড়িয়ে পুঁজিবাজারে টিকে থাকা সম্ভব। এই জন্যই আমরা বলতে চাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। কানকথায় লেনেদেন থেকেও বিরত থাকা উচিত। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শেয়ার ক্রয়-বিক্রয় করতে হবে। এর জন্য প্রতিনিয়ত পুঁজিবাজারে সংযোগ রেখে চলতে হবে। বিচ্ছিন্ন হয়ে হঠাৎ হঠাত বিনিয়োগ করলে পুঁজি হারানোর আশঙঙ্কা থাকে।