Stock Market Journal

মঙ্গলবার সর্ব্বোচ্চ হাতবদল হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সর্বোচ্চ শেয়ার হাতবদল হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে প্রকৌশর খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার লিমিটেড। এ কোম্পানির মোট ৬৭ হাজার
৬২৯টি শেয়ার ৪ হাজার ৪৯৫ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ১০ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকয় দ্বিতীয় ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৬৪ লাখ ৬৯ হাজার ৭৫টি শেয়ার মোট ৩ হাজার ৮৮৪ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ১৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস। কোম্পানিটির ৭ লাখ ১৪ হাজার ৮৭৩টি শেয়ার মোট ২ হাজার ৭৬৯ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ১১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারবাংলা ইন্স্যুরেন্স ২ হাজার ৬২০ বার, মুন্নু সিরামিক ২ হাজার ৩২৫ বার, স্টাইল ক্রাফট ২ হাজার ২৯০ বার, জেএমআই সিরিঞ্জ ২ হাজার ১৬৫ বার, গ্লোবাল ইন্স্যুরেন্স ২ হাজার ২৭ বার, গ্রামীণফোন ১ হাজার ৯২৩ বার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ১ হাজার ৮২৫ বার, ভিএফএস থ্রেড ডাইং ১ হাজার ৭৭৭ বার, লিগাসি ১ হাজার ৭৬০ বার, ওয়াটা কেমিক্যাল ১ হাজার ৭০০ বার, প্রভাতি ইন্স্যুরেন্স ১ হাজার ৫৭৬ বার, ন্যাশনাল পলিমার ১ হাজার ৫২৪বার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি ১ হাজার ৫২৪ বার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১ হাজার ৩৮৮ বার, রুপালি ইন্স্যুরেন্স ১ হাজার ৩৭২ বার, অগ্রনী ইন্স্যুরেন্স ১ হাজার ১৫৩ বার, এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার ১ হাজার ১৫২ বার হাতবদল হয়।
এসএমজে/২৪/মি