Stock Market Journal

ভুল-ভ্রান্তির আইপিও: বিনিয়োগকারীদের ক্ষতির দায় নেবে কে

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আগে পুঁজিবাজারে যেসব কোম্পানি এসেছে সেগুলোর মধ্যে দেখা গেছে কিছু কোম্পানি আর্থিক প্রতিবেদনে জালিয়াতি করেছে। যে ধরনের অবস্থা দেখিয়ে কোম্পানি পুঁজিবাজারে এসেছে প্রকৃতপক্ষে এর অবস্থা সেরকম নয়। এক্ষেত্রে আগে আইপিও নিয়ে কমিশনের কিছু ভুলভ্রান্তি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি সম্প্রতি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিতপুঁজিবাজারে কভিড১৯ এর প্রভাব উত্তরণের উপায়শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা। এখানে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়ম হলে লাখ-লাখ বিনিয়োগকারী খক্ষিতর মধ্যে পড়েন। পুঁজিবাজারে ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এর নেতিবাচক প্রভাব পেড়ে দেশের অর্থনীতিতে। এ ক্ষেত্রে যেসব ভুলভ্রান্তি হয়েছে বলে বিএসইসির চেয়্যারম্যান জানিয়েছেন, সে কারণে সাধারণ বিনিয়োগকারীসহ পুঁজিবাজারের যে ক্ষতি হয়েছে এর দায় নেবে কে? আর এই ধরনের ঘটনা যে একবার ঘটেছে বা ঘটছে এমন নয়। এছাড়া কী কারণে ঘটনাগুলো ঘটলো সেগুলো শুধরানোর ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্তদের জানা দরকার। তা না হলে তারা বাজারের প্রতি কী করে আস্থা ফিরে পাবেন?