দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তার মধ্যেও শেয়ারবাজারে দ্বিতীয় দিনের মতো বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বুধবার ১৯২ পয়েন্ট বা সাড়ে ৩ শতাংশ বেড়েছে। আগের দিন, অর্থাৎ মঙ্গলবার ডিএসইএক্স সূচকটি ১৯৭ পয়েন্ট বা পৌনে ৪ শতাংশ বেড়েছিল। তাতে গত দুই দিনে ৩৮৯ পয়েন্ট বা ৭ শতাংশের বেশি বেড়েছে। এতে ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলেই মনে হচ্ছে। এটি বাজারের জন্য ভালো লক্ষণ।
গত দুই দিনে শেয়ারবাজারে বড় উত্থানের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলো। এত দিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আশীর্বাদপুষ্ট কারসাজিকারকদের কারসাজির শেয়ারেরই দাপট ছিল চোখে পড়ার মতো। মানহীন দুর্বল ও বন্ধ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে হু হু করে। এ ধরনের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কারসাজিকারকদের পৃষ্টপোষকতা দেওয়া হয়েছে বিএসইসির শীর্ষ পর্যায় থেকে। এখন বিএসইসির নিষ্ক্রিয়তার মধ্যেও সেসব কারসাজির শেয়ারের কোনো ক্রেতা নেই। তার বিপরীতে ভালো মৌলভিত্তির শেয়ারের প্রতি বেড়েছে বিনিয়োগকারীদের আগ্রহ।
কারসাজির শেয়ারের এমন দরপতনের বিপরীতে ভালো মৌলভিত্তির শেয়ারের দাম বাড়ছে। মনে হচ্ছে, বাজারে কারও হস্তক্ষেপ না থাকায় স্বাভাবিক নিয়মেই ভালো শেয়ারের সুদিন দেখা গেছে গত দুই দিনে। এ ধারা অব্যাহত থাকলে বাজারের প্রতি দেশি-বিদেশি ও নতুন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।