Stock Market Journal

ভালো মৌলভিত্তির কোম্পানি তালিকাভূক্তির পদক্ষেপ নিন

পুঁজিবাজারে ভালো মৌলভিত্তির শেয়ারের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়ার এখনই উত্তম সময়। এর অংশ হিসেবে বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বিএসইসির বৈঠক করাটা খুবই ভালো উদ্যোগ। আমরা মনে করি বিষয়ে জোর দিন। পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন, তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশন, আইপিও অনুমোদন তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণ দ্রুত সম্পাদন করতে পারলে পুঁজিবাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে।

বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তি একদিকে যেমন দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করবে, অন্যদিকে পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের ফলে এসব বিভিন্ন খাতের অধিকতর বিকাশের মাধ্যমে দেশের শিল্পায়ন উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি হবে।

ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে পাবলিক ইস্যু রুলস ২০১৫এর সংস্কারের মাধ্যমে কোম্পানিগুলো যেন যৌক্তিক মূল্য পায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। এতে বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তিক কোম্পানির তালিকাভুক্তিতে সহায়ক হবে।

দেশের পুঁজিবাজারের আকার বৃদ্ধি বিনিয়োগের নতুন সুযোগ তৈরির জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া উচিত। পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে প্রতিষ্ঠানগুলোকে করপোরেট অনুশীলন করতে হবে। নিয়মিতভাবে ব্যবসায়িক কার্যক্রমের তথ্য প্রকাশ করতে হবে, যা স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করবে। এসব পদক্ষেপের ফলে বড়, মাঝারি ক্ষুদ্র বিনিয়োগকারীরা দ্রুত সুফল পাবেন আমরা আশা করছি।