Stock Market Journal

ভালো কোম্পানি তালিকাভুক্তির সহায়ক নীতিমালা গ্রহণ করা হোক

দেশের পুঁজিবাজারের সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কোনো কারণ নেই। তবে এর জন্য প্রয়োজনীয় সাপোর্ট থাকতে হবে। সরকারের নীতিসহায়তার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঠিক ভূমিকা নিশ্চিত হওয়া দরকার। বিশেষ করে ভালো মানের কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাজারে ভালো কোম্পানি বেশি থাকলে সবসময় একটা ভারসাম্য বজায় থাকবে। একই সঙ্গে পুঁজিবাজারের গভীরতা এবং আকৃতি বাড়বে। আর দুর্বল কোম্পানির ছড়াছড়ি থাকলে বাজারে থেমে থেমে ঝুঁকি সৃষ্টি হবে। এ ধরনের প্রবণতা আমাদের দেশের পুঁজিবাজারের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এর কারণে কোম্পানির মুনাফার বিষয়টির চেয়ে অন্য অনেক বিভ্রান্তিমূলক তথ্যের ওপর সাধারণ বিনিয়োগকারীদের বেশি নির্ভর করতে দেখা যায়। যা একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য অন্তরায়।

যখনই ভালো শেয়ার বেশি থাকবে, বিনিয়োগকারীরা চাইবেন সেখানে বিনিয়োগ করতে। এতে তাদের মূলধন হারানোর ঝুঁকি কমে আসবে। কোম্পানি মুনাফায় থাকলে বিনিয়োগকারীদের শেয়ারগুলো মূল্যবান থাকবে। তখন তারা কানকথা, গুজবে লেনদেন করতে চাইবেন না। আবার ভালো কোম্পানিও সাধারণত ছলচাতুরির আশ্রয় নেবে না। এতে বিনিয়োগকারীদের প্রতারিত হওয়ার আশঙ্কা কমে আসবে। তাই আমরা বলতে চাই পুঁজিবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির জন্য সহায়ক নীতিমালা গ্রহণ করা হোক।