পুঁজিবাজারে বিনিয়োগের জন্য দেশের ব্যাংকগুলোকে নগদ অথের্র জোগান দেবে বাংলাদেশ ব্যাংক- গত রোববার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই খবরে পরপর দুই দিন সূচকের উত্থান ঘটে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্যসূচক উঠে আসে ৫ হাজারের ঘরে। কেন্দ্রেীয় ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে বিনিয়োগকারীদের মনের জোর বাড়াবে। তবে কথা হচ্ছে, পুঁজিবাজারের জোর বাড়বে কতটুকু? এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ ভালো উদ্যোগ তখনই ভালো, যদি এটি কার্যকর হয় এবং মানুষ যদি তার সুফল পায়। কারণ এর আগেও অনেক উদ্যোগ নেয়া হয়েছে কিন্তু সুফল আসেনি।
বর্তমানে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর অবস্থা খুবই নাজুক। দর কমে তলানিতে নেমে আসা শেয়ারগুলো নিয়ে অধিকাংশ বিনিয়োগকারীই বিপদের মুখে রয়েছেন। সোজা কথা, তাদের মেরুদ- অনেকটাই ভেঙে গেছে। এই অবস্থা থেকে রেহাই পেতে হলে কেবল কিছু একটা ঘোষণা করে বসে থাকাই যথেষ্ট নয়, বাস্তবায়ন হলো কিনা সেটি নিশ্চিত করাও জরুরি।