নিজস্ব প্রতিবেদক:
আগামী বছর ডিভিডেন্ড বাড়ানোর আশ্বাস দিয়েছেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান রেজাকুল হায়দার। আজ বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর কেআইবি কমপ্লেক্স অডিটরিয়াম, খামারবাড়ি, ফার্মগেটে অনুষ্ঠিত কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ আশ্বাস দেন তিনি। এসময় পূর্ব ঘোষিত ২৮ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দেন
শেয়ারহোল্ডাররা।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রেজাকুল হায়দার। এ সময় সাধারণ শেয়ারহোল্ডারদের পাশাপাশি কোম্পানিটির পরিচালক নজরুল ইসলাম, পরিচালক এ.কে.এম বদিয়ুল আলম,পরিচালক সামসুজ্জামান, স্বাধীন পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী এবং কোম্পানি সচিব ইয়াসিন আহমেদ উপস্থিত ছিলেন।
কোম্পানির চেয়্যারম্যান বলেছেন- সবকিছু ঠিক থাকলে আগামীতে আরো ভাল ডিভিডেন্ড ঘোষণা করতে পারবো বলে আশা করি।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থ বছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এসএমজে/২৪/ঝি