Stock Market Journal

ভবন কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

এসএমজে ডেস্ক:

বাণিজ্যিক কাজের জন্য জমি ও কার পর্কিং কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত জানিয়েছে। এ বিষয়ে কোম্পানিটি গত ৫ মার্চ একটি চুক্তি সম্পন্ন করেছে।

কোম্পানিটি ২৮ হাজার ২৯১ বর্গফুট বাণিজ্যিক জায়গা এবং ১৬টি কার পার্কিংয়ের জন্য ৩২ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবন কিনবে।

“ট্রেড ইন্টারকন্টিনেন্টাল ১৯৭৩” নামের এই ভবনটি ঢাকা তেজগাঁও শিল্প এবং বাণিজ্যিক এলাকার প্লট নং ২১৩/এ অবস্থিত। ভবনটির জন্য এক বিঘা এবং ১০ কাঠা জমি গৃহয়াণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে লিজ নেওয়া।

বাণিজ্যিক জায়গা ক্রয়বাবদ কোম্পানিটি প্রায় ৫২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করবে। তাছাড়া ভবনটি কিনতে নিবন্ধন ফিসহ প্রয়োজনীয় খরচ কোম্পানি নিজে বহন করবে।

ভবন নিমার্ণ সম্পন্ন হলে ২০২৩ সালের জুলাই মাসে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/বা