Stock Market Journal

বড় নোট কালো টাকা আর দুর্নীতিকে উৎসাহিত করে

যতই বলা হোক একবিশ্ব ব্যবস্থাই বর্তমানে শক্তিশালী। তারপরেও প্রতিটি দেশেরই কোনো কোনো ক্ষেত্রে আলাদা বাস্তবতা রয়েছে। সেই বাস্তবতাকে অস্বীকার করা যায় না। আর অস্বীকার করেও লাভ নেই। নানাভাবে ঘুরে ফিরে সেই বাস্তবতা প্রকাশ পাবে। আমাদের দেশে দুর্নীতি, অনিয়ম, কালো টাকা বা কালোবাজারি মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এর থেকে উত্তরণের উপায় শিগগিরই বের করতে হবে। না হলে দেশের উন্নতিই কেবল বাধাগ্রস্তই হবে না, জাতি হিসেবে আমাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ হবে। তাই সময় মতো এসব অনিয়ম দুর্নীতি থেকে দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে।

আমাদের দেশের বাস্তবতায় বড় টাকার নোট অর্থাৎ একশ বা পাঁচশত টাকার নোট দুর্নীতি বা কালো টাকাকে উৎসাহিত করছে। বিশেষ করে এক হাজার টাকা নোট আমাদের কতটা প্রয়োজন সেটি ভেবে দেখার বোধ হয় সময় এসেছে। কারণ টাকা যারা লুকিয়ে রাখেন, অর্থাৎ যারা টাকাকে বৈধ প্রক্রিয়ার বাইরে রাখতে চান তাদের জন্য বড় নোট সুবিধা হয়। আমাদের প্রতিবেশি দেশেও একসময় বড় নোট বাতিল করার বিষয়টি দেখা যায়। তাই আমরা যদি বিষয়টি ভাবনাই নিতে পারি, তা হলে দেশের সামগ্রিক অর্থনীতির জন্য মঙ্গল হতে পারে।