এসএমজে ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ৯ কোম্পানির মোট ২৫ লাখ ৫৬ হাজার ৪৯টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানির মোট ২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বীকণ ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ১২ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা লিনডে বাংলাদেশ লিমিটেড ৬ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
| কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | 
| রেনেটা লিমিটেড | ২০ কোটি ৬০ লাখ | জেনেক্স ইনফোসিস | ৩০ লাখ ৯ হাজার | 
| বীকণ ফার্মাসিউটিক্যালস | ১২ কোটি ৭৪ লাখ ৭০ হাজার | ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস | ১১ লাখ ৪৬ হাজার | 
| লিনডে বাংলাদেশ | ৬ কোটি ১৮ লাখ ১৭ হাজার | স্কযার ফার্মাসিউটিক্যালস | ১০ লাখ | 
| এসকে ট্রিমস | ৪০ লাখ ৭১ হাজার | ন্যাশনাল টিউবস | ৬ লাখ ৭৭ হাজার | 
| ওয়াটা কেমিক্যাল | ৪০ লাখ ৩২ হাজার | 
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি