এসএমজে ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট লেনদেন হয়েছে ২১ কোটি ২৬ লাখ ১১ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৯৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এস.এস.স্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট ২ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- অ্যাডভেন্ট ফার্মা, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বিকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ম্যাকসনস স্পিনিং মিলস, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারী, ন্যাশনাল ফিড মিল, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, রেনাটা, রুপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, সিলভা ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিকস, শাহজীবাজার পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং ইয়াকিন পলিমার লিমিটেড।সূত্র: ডিএসই
এসএমজে/২৪/ঝি