Stock Market Journal

ব্লক মার্কেটে ২৯ কোম্পানির লেনদেন ৬৪ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৬৪ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ২৪ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১৭ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকের লেনদেনের তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মোট ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- অগ্রণী ইন্স্যুরেন্স,এ্যসোসিয়েট অক্সিজেন,এ্পোলো ইস্পাত,বীকণ ফার্মাসিউটিক্যালস,বেক্সিকো ফার্মাসিউটিক্যালস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড,কনফিডেন্ট সিমেন্ট,ঢাকা ডাইং,ডেল্টা ব্র্যাক হাউজিং,ডেসকো,ফাইন ফুডস,জিবিবি পাওয়ার,জেনেক্স ইনফোসিস,কর্নফুলি ইন্সুরেন্স,লংকা বাংলা ফাইন্যান্স,এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান,মালেক স্পিনিং,ন্যাশনাল হাউজিং,ওরিয়ন ইনুফিউশন,পপুলার লাইফ ইন্সুরেন্স,পাওয়ার গ্রীড,আরডি ফুড,এসকে ট্রিমস,স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসএসস্টিল ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

এসএমজে/২৪/মি