Stock Market Journal

ব্লক মার্কেটে ২৯ কোম্পানির লেনদেন ১৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৯ কোম্পানির মোট ৪০ লাখ ৮৭ হাজার ৯৬২টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স। কোম্পানির মোট ৩ কোটি ৬২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যসিফিক ইন্স্যুরেন্স। কোম্পানির মোট ৩ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানিটির মোট ১ কোটি  ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের অন্যান্ন কোম্পানিগুলো হলো:- আনোয়ার গ্যালভালাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাকমেরিন ক্যাবল, বেক্সিমকো ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জি কিউ বলপেন, আইআইসি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, এমজেএল বিডি, এমএল ডাইং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়্যার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইহাম কটন, সমতা লেদার, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, এসএস.স্টিল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, উত্তরা ব্যাংক লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা