এসএমজে ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৯ কোম্পানির ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৮ টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো। কোম্পানির মোট ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানির মোট ৪ কোটি ৫৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
| কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | 
| ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো | ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার | এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ১১ লাখ ৫৪ হাজার | 
| ব্র্যাক ব্যাংক | ৪ কোটি ৫৮ লাখ ৪ হাজার | সন্ধানী ইন্স্যুরেন্স | ১০ লাখ ১৫ হাজার | 
| অলিম্পিক এক্সেসরিজের | ৩ কোটি ৫৮ লাখ | এমএল ডাইং | ১০ লাখ ৯ হাজার | 
| বাংলাদেশ সাবমেরিন | ৯৬ লাখ ৮০ হাজার | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স | ৮ লাখ ৩৮ হাজার | 
| আমান কটন | ৯১ লাখ ৬০ হাজার | মার্কেন্টাইল ব্যাংক | ৭ লাখ ৯৮ হাজার | 
| হামিদ ফেব্রিক্স | ৮৯ লাখ ৯২ হাজার | খুলনা প্রিন্টিং | ৭ লাখ ৯৫ হাজার | 
| ম্যারিকো বাংলাদেশ | ৮৬ লাখ | লাফার্জ হোলসিম | ৭ লাখ ৭০ হাজার | 
| এসকে ট্রিমস | ৬৫ লাখ ৭৮ হাজার | বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট | ৭ লাখ ৪৩ হাজার | 
| প্যারামাউন্ট টেক্সটাইল | ৩২ লাখ ৪১ হাজার | এ্যাডভেন্ট ফার্মা | ৫ লাখ ৭০ হাজার | 
| রুপালি ইন্স্যুরেন্স | ২৪ লাখ ৭৫ হাজার | ন্যাশনাল টিউবস | ৫ লাখ ৫০ হাজার | 
| ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স | ১৯ লাখ ৩৬ হাজার | ইস্টার্ন ইন্স্যুরেন্স | ৫ লাখ ২০ হাজার | 
| গ্লোবাল ইন্স্যুরেন্স | ১৫ লাখ ৫০ হাজার | সুরিদ ইন্ডাস্ট্রিজ | ৫ লাখ ২০ হাজার | 
| দুলামিয়া কটন | ১৫ লাখ ৪০ হাজার | ডেল্টা ব্র্যাক হাউজিং | ৫ লাখ ১৭ হাজার | 
| কেডিএস এক্সেসোরিজ | ১২ লাখ ৭৫ হাজার | বঙ্গজ | ৫ লাখ ৪ হাজার | 
| এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স | ১১ লাখ ৬০ হাজার | 
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/তা