Stock Market Journal

ব্লক মার্কেটে ২৩ কোম্পানির লেনদেন ৪৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৬ কোটি ৯৬ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেডে । কোম্পানিটির মোট ১০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংক লিমিটেড মোট ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- ব্র্যাক ব্যাংক, ঢাকা ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, আরডি ফুড, রেনাটা লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, ডিবিএইচ-১ মিউচুয়াল ফান্ড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অগ্রণী ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, নর্দার্ন ইন্স্যুরেন্স ও ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা