Stock Market Journal

ব্লক মার্কেটে ২৩ কোম্পানির লেনদেন ৫১ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ১৫ কোটি ৩৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মার লিমিটেড। কোম্পানিটির মোট ৯ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোট ৫ কোটি ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এশিয়া ইন্স্যুরেন্সের, বিডি ফাইন্যান্সের, বার্জার পেইন্টস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক,  ডিবিএইচ, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার,  জেনেক্সে, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর, গ্রামীণফোন, ম্যারিকো, ন্যাশনাল পলিমারে, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, সী পার্ল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

 

এসএমজে/২৪/সা